+৮৮ ০২-৯৮৪১২৮৬-৮

Login

সাধারন সদস্য ফর্ম

সদস্য চাঁদা ৳১০০০ ( এক হাজার) মাত্র
(শুধুমাত্র গাংনী এলাকার বাসিন্দাদের জন্য)
Username*
পাসওয়ার্ড*
কনফার্ম পাসওয়ার্ড*
নাম (প্রথম অংশ) *
নাম (শেষ অংশ)*
পিতার নাম
মাতার নাম
জন্ম তারিখ
ধর্ম
স্বামী/স্ত্রীর নাম
রক্তের গ্রুপ
এনআইডি নং
পাসপোর্ট নং(যদি থাকে)
শিক্ষাগত যোগ্যতা
বৈবাহিক অবস্থা
পেশা
ই-মেইল*
ফোন*
দেশ*
স্থায়ী ঠিকানা (গ্রাম/ডাকঘর/থানা-উপজেলা/জেলা)
যোগাযোগের ঠিকানা
*আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপর্যুক্ত তথ্যসমূহ সত্য এবং গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সদস্য হতে ইচ্ছুক । আমি উন্নয়ন ফাউন্ডেশনের গঠনতন্ত্র এর সকল শর্ত ও নিয়মাবলী মেনে চলবো।
Please agree to all the terms and conditions before proceeding to the next step

আপনি কি সদস্য হয়েছেন?

লগইন
+৮৮ ০২-৯৮৪১২৮৬-৮

Login

সাধারন সদস্য ফর্ম

সদস্য চাঁদা ৳১০০০ ( এক হাজার) মাত্র
(শুধুমাত্র গাংনী এলাকার বাসিন্দাদের জন্য)
Username*
পাসওয়ার্ড*
কনফার্ম পাসওয়ার্ড*
নাম (প্রথম অংশ) *
নাম (শেষ অংশ)*
পিতার নাম
মাতার নাম
জন্ম তারিখ
ধর্ম
স্বামী/স্ত্রীর নাম
রক্তের গ্রুপ
এনআইডি নং
পাসপোর্ট নং(যদি থাকে)
শিক্ষাগত যোগ্যতা
বৈবাহিক অবস্থা
পেশা
ই-মেইল*
ফোন*
দেশ*
স্থায়ী ঠিকানা (গ্রাম/ডাকঘর/থানা-উপজেলা/জেলা)
যোগাযোগের ঠিকানা
*আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপর্যুক্ত তথ্যসমূহ সত্য এবং গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সদস্য হতে ইচ্ছুক । আমি উন্নয়ন ফাউন্ডেশনের গঠনতন্ত্র এর সকল শর্ত ও নিয়মাবলী মেনে চলবো।
Please agree to all the terms and conditions before proceeding to the next step

আপনি কি সদস্য হয়েছেন?

লগইন

গুণিজন সম্মাননা

“যে দেশে গুণীর সম্মান দেয়া হয় না সে দেশে গুণীজন জন্মায় না”

এই মূলমন্ত্র বিশ্বাসী হয়ে গাংনী উন্নয়ন ফাউন্ডেশন গাংনীর ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা উদ্যোগ নিয়েছে । গাংনী উপজেলার নাগরিকদের মধ্যে যারা স্ব স্ব ক্ষেত্রে সমুজ্জল ও বিশিষ্ট ব্যক্তি হিসেবে সর্বজন শ্রদ্ধেয় হিসেবে পরিচিত গাংনী উন্নয়ন ফাউন্ডেশন সেই সব গুণীজনদের সম্মাননা প্রদান করে থাকে। বিগত বছরসমূহে যাদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে তারা হলেন
  • জন্ম তারিখঃ০৪ জানুয়ারি ১৯৩৯ সাল
  • পিতাঃমরহুম রহিম বক্স (তৎকালীন চৌকস পুলিশ অফিসার)
  • মাতাঃমরহুমা হাসেনা বানু(গৃহিণী )
  • গ্রামঃসহড়াতলা
  • ইউনিয়নঃতেতুলবাড়িয়া
  • জেলা/উপজেলাঃমেহেরপুর, গাংনী
মরণোত্তর সম্মাননা

আ. ফ. ম. ইদ্রিস ( হেলু মিয়া)

শিক্ষানুরাগী ও সমাজকর্মী মরহুম আ ফ ম ইদ্রিস আলী মিয়া ছিলেন তিন ভাই, চার বোনের মধ্যে তিনি ছিলেন  দ্বিতীয়। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।  মরহুম আ ফ ম ইদ্রিস আলীর বাল্যকাল কেটেছে বাবার চাকরি সূত্রে বিভিন্ন জেলায়। ১৯৫৯ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে তিনি বিএ পাস করেন এবং ১৯৭১ সালে রাজশাহী বিএড কলেজ থেকে তিনি বিএড কোর্স সমাপ্ত করেন। কর্মজীবনে তিনি একজন স্বনামধন্য শিক্ষক এবং শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯৬০ সালে করমদি মাধ্যমিক বিদ্যালয়ের একজন  প্রধান শিক্ষক হিসেবে  তিনি যোগদান করেন। এবং অত্যন্ত সুনামের সাথে ১৯৮০  সাল পর্যন্ত এই গুরুদায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখা প্রতিষ্ঠা করে চাকরি থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি একজন সফল সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধে অবদান রাখেন স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনকালে অসামান্য ভূমিকা রাখেন। যার ফলে ১৯৭১ সালে তেতুলবাড়িয়া ইউনিয়ন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। অতঃপর ১৯৭৭ সালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়নের  চেয়ারম্যান  নির্বাচিত হন।

আরও পড়ুন

  • গ্রামঃমানিকদিয়া
  • জেলা/উপজেলাঃগাংনী
  • ইউনিয়নঃষোলটাকা
শিক্ষানুরাগী

প্রফেসসর ড. মোঃ মোখলেছুর রহমান

অধ্যাপক ডঃ মোখলেছুর রহমান  গাংনী উপজেলার একজন  কীর্তিমান ব্যক্তিত্ব। তিনি গাংনী গ্রামের জন্মগ্রহণ করেন। অসম্ভব মেধাবী এই কৃতি সন্তান শিক্ষা জীবন থেকে শিক্ষা সম্পর্কে জানো স্বাক্ষর রেখেছেন। দশম শ্রেণীতে পড়াশোনা করার সময় তিনি গ্রামে নিজ উদ্যোগে পূর্ব পাড়া প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষাজীবন শেষে গত 30 বছর ধরে জাপানের Japan University  of Economics( FUKUOKA Campus) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করে আসছেন।

আরও পড়ুন
  • গ্রামঃগাংনী
  • জেলা/উপজেলাঃমেহেরপুর, গাংনী
  • ইউনিয়নঃগাংনী
ব্যবস্থাপনা পরিচালক, তাওফিকা গ্রুপ

দাতো ইন্জিঃ একরামুল হক তাজু

দাতো‘মোঃ একরামুল হক একজন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক করার তিনি এমবিএ সম্পন্ন করেন। তিনি বাংলাদেশের একজন সফল ও মানবিক ব্যবসায়ী। বাংলদেশ ও মালয়েশিয়ায় টেলিযোগাযোগ অবকাঠামো ও অন্যান্য ক্ষেত্রে তার ব্যবসায় রয়েছে। বর্তমানে তিনি তাওফিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। সারাদেশে বিস্তৃত ‘লাভেলো’ আইসক্রিম তার মালিকানাধীন তাওফিকা গ্রুপের বহুল পরিচিত ব্র্যান্ড। দাতো‘ হক বিভিন্ন সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানে জড়িত আছেন।

আরও পড়ুন
  • গ্রামঃগাংনী
  • জেলা/উপজেলাঃমেহেরপুর, গাংনী
  • ইউনিয়নঃগাংনী
শিক্ষানুরাগী

প্রফেসসর ড. মোঃ মোখলেছুর রহমান

অধ্যাপক ডঃ মোখলেছুর রহমান  গাংনী উপজেলার একজন  কীর্তিমান ব্যক্তিত্ব। তিনি গাংনী গ্রামের জন্মগ্রহণ করেন। অসম্ভব মেধাবী এই কৃতি সন্তান শিক্ষা জীবন থেকে শিক্ষা সম্পর্কে জানো স্বাক্ষর রেখেছেন। দশম শ্রেণীতে পড়াশোনা করার সময় তিনি গ্রামে নিজ উদ্যোগে পূর্ব পাড়া প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষাজীবন শেষে গত 30 বছর ধরে জাপানের Japan University  of Economics( FUKUOKA Campus) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করে আসছেন।

আরও পড়ুন

  • গ্রামঃমানিকদিয়া
  • জেলা/উপজেলাঃগাংনী
  • ইউনিয়নঃষোলটাকা
ব্যবস্থাপনা পরিচালক, তাওফিকা গ্রুপ

দাতো ইন্জিঃ একরামুল হক তাজু