গাংনী উপজেলার মানুষদের স্বাস্থ্য ও চিকিৎসার সুযোগ সুবিধার কথা বিবেচনায় রেখে গাংনী উন্নয়ন ফাউন্ডেশন বিরামহীনভাবে সারা বছর তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
২০২০ সালের মার্চ মাসে গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গাংনী উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়। ঢাকা থেকে প্রায় ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অংশগ্রহণ করেন। তাঁরা একদিনে প্রায় ৪ হাজার জন দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা পরামর্শের পাশাপাশি তাদেরকে ফ্রি ঔষধ প্রদান করা হয়।
গাংনীর বিভিন্ন অনুরাগী ব্যক্তিত্ব ঔষধ কোম্পানি এবং চিকিৎসকগণ বিনামূল্যের সেবাসহ ভিন্ন ধরনের সহযোগিতা করেন । অনুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতা প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা সম্ভব হয় ।
চিকিৎসা ক্ষেত্রে সহায়তার জন্য গাংনী উন্নয়ন ফাউন্ডেশন নয়টি ইউনিয়নের নয়টি স্কুল ও একটি পৌরসভার মাধ্যমিক বিদ্যালয়ে হেল্প সেন্টার ও ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে ষোলটাকা ইউনিয়নের ‘জুগীরগোফা মাধ্যমিক বিদ্যালয়ে’ হেল্প সেন্টার ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে।
গাংনী উপজেলার মানুষদের সহায়তার লক্ষ্যে এই পাইলট প্রকল্প টি সফল হলে গাংনী উপজেলার বাকি ইউনিয়ন ও পৌরসভার এই কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে।
২০২০-২০২১ সালে সারা দেশের মতো গাংনীতে ভয়াল থাবায় অনেক মানুষ অসহায় হয়ে পড়ে। অসহায় মানুষ ও রোগীদের পাশে গাংনী উন্নয়ন ফাউন্ডেশন সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অতিমারি করোনার ভয়াবহতা মোকাবেলায় গাংনী উপজেলা হাসপাতালের রোগীদের চিকিৎসার জন্য গাংনী উন্নয়ন ফাউন্ডেশন ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
গাংনী উপজেলা হাসপাতালের চিকিৎসকগণ যাতে নিরাপদে ও সঠিকভাবে রোগীদের সেবা প্রদান করতে পারে সেজন্য গাংনী উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে হাসপাতালে ৫০ হাজার মাস্ক ও ১ হাজার পিপিই বিতরণ করা হয়।
করোনার ক্ষয়ক্ষতি সামাল দিতে ২০২০ সালের জুন মাসে প্রত্যেক ইউনিয়নে ২৫জন করে মোট প্রায় ২৫০টি দরিদ্র পরিবারের এক সপ্তাহের খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।