গাংনী উপজেলার মানুষদের স্বাস্থ্য ও চিকিৎসার সুযোগ সুবিধার কথা বিবেচনায় রেখে গাংনী উন্নয়ন ফাউন্ডেশন বিরামহীনভাবে সারা বছর তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
২০২০-২০২১ সালে সারা দেশের মতো গাংনীতে ভয়াল থাবায় অনেক মানুষ অসহায় হয়ে পড়ে। অসহায় মানুষ ও রোগীদের পাশে গাংনী উন্নয়ন ফাউন্ডেশন সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অতিমারি করোনার ভয়াবহতা মোকাবেলায় গাংনী উপজেলা হাসপাতালের রোগীদের চিকিৎসার জন্য গাংনী উন্নয়ন ফাউন্ডেশন ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
গাংনী উপজেলা হাসপাতালের চিকিৎসকগণ যাতে নিরাপদে ও সঠিকভাবে রোগীদের সেবা প্রদান করতে পারে সেজন্য গাংনী উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে হাসপাতালে ৫০ হাজার মাস্ক ও ১ হাজার পিপিই বিতরণ করা হয়।
করোনার ক্ষয়ক্ষতি সামাল দিতে ২০২০ সালের জুন মাসে প্রত্যেক ইউনিয়নে ২৫জন করে মোট প্রায় ২৫০টি দরিদ্র পরিবারের এক সপ্তাহের খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।