গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের গঠনতন্ত্র অন্যতম কার্যক্রম হচ্ছে দারিদ্র বিমোচন ও সমাজ সেবামূলক কার্যক্রম। এই উপলক্ষে ফাউন্ডেশনের অধীনে যাকাত ফান্ড গঠন করা হয়েছে।
গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের ট্রাস্টি এবং ঢাকাস্থ গাংনীর নাগরিকগণ ফাউন্ডেশনের যাকাত তহবিলে দান করে থাকে। যাকাত ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দ্বারা দরিদ্রদের শাড়ি, লুঙ্গি ইত্যাদির পরিবর্তে আয়বর্ধক কাজে ব্যবহার করা হয়। গাংনীর অসচ্ছল ও দারিদ্র্য নারী-পুরুষের মধ্যে রিক্সা, ভ্যান, সেলাই মেশিন ও ছাগল প্রদান করা হয় এই তহবিল থেকে। এ পর্যন্ত এই কর্মসূচির আওতায় ২০ জন দরিদ্রকে একটি করে রিকশা-ভ্যান, ১৬ জন দুস্থ মহিলাকে দুইটি করে ছাগল এবং ২৫ জন দু:স্থ মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এছাড়া গরীব চিকিৎসা ব্যয়, ভর্তি খরচ, পরীক্ষার ফি ইত্যাদি কাজেও অর্থ ব্যয় করা হয়। ইতিমধ্যে প্রায় ১০ লক্ষাধিক টাকা ব্যয় করা হয়েছে যাকাত তহবিল থেকে। ভবিষ্যতে এ তহবিলের কার্যক্রম সম্প্রসারণ করার প্রত্যাশা রয়েছে। যাকাত তহবিল থেকে সহায়তার তথ্য দেখতে-