+৮৮ ০২-৯৮৪১২৮৬-৮

Login

সাধারন সদস্য ফর্ম

সদস্য চাঁদা ৳১০০০ ( এক হাজার) মাত্র
(শুধুমাত্র গাংনী এলাকার বাসিন্দাদের জন্য)
Username*
পাসওয়ার্ড*
কনফার্ম পাসওয়ার্ড*
নাম (প্রথম অংশ) *
নাম (শেষ অংশ)*
পিতার নাম
মাতার নাম
জন্ম তারিখ
ধর্ম
স্বামী/স্ত্রীর নাম
রক্তের গ্রুপ
এনআইডি নং
পাসপোর্ট নং(যদি থাকে)
শিক্ষাগত যোগ্যতা
বৈবাহিক অবস্থা
পেশা
ই-মেইল*
ফোন*
দেশ*
স্থায়ী ঠিকানা (গ্রাম/ডাকঘর/থানা-উপজেলা/জেলা)
যোগাযোগের ঠিকানা
*আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপর্যুক্ত তথ্যসমূহ সত্য এবং গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সদস্য হতে ইচ্ছুক । আমি উন্নয়ন ফাউন্ডেশনের গঠনতন্ত্র এর সকল শর্ত ও নিয়মাবলী মেনে চলবো।
Please agree to all the terms and conditions before proceeding to the next step

আপনি কি সদস্য হয়েছেন?

লগইন
+৮৮ ০২-৯৮৪১২৮৬-৮

Login

সাধারন সদস্য ফর্ম

সদস্য চাঁদা ৳১০০০ ( এক হাজার) মাত্র
(শুধুমাত্র গাংনী এলাকার বাসিন্দাদের জন্য)
Username*
পাসওয়ার্ড*
কনফার্ম পাসওয়ার্ড*
নাম (প্রথম অংশ) *
নাম (শেষ অংশ)*
পিতার নাম
মাতার নাম
জন্ম তারিখ
ধর্ম
স্বামী/স্ত্রীর নাম
রক্তের গ্রুপ
এনআইডি নং
পাসপোর্ট নং(যদি থাকে)
শিক্ষাগত যোগ্যতা
বৈবাহিক অবস্থা
পেশা
ই-মেইল*
ফোন*
দেশ*
স্থায়ী ঠিকানা (গ্রাম/ডাকঘর/থানা-উপজেলা/জেলা)
যোগাযোগের ঠিকানা
*আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপর্যুক্ত তথ্যসমূহ সত্য এবং গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সদস্য হতে ইচ্ছুক । আমি উন্নয়ন ফাউন্ডেশনের গঠনতন্ত্র এর সকল শর্ত ও নিয়মাবলী মেনে চলবো।
Please agree to all the terms and conditions before proceeding to the next step

আপনি কি সদস্য হয়েছেন?

লগইন

পটভূমি

গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের সূচনা

গাংনী উপজেলার সকল নাগরিকদের মানবিক, আর্থ-সামাজিক, শিক্ষা, চিকিৎসা, দারিদ্র বিমোচন ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার বাসনা নিয়ে ২০০৫ সালে একটি মানব কল্যাণমুখী প্রতিষ্ঠান গঠনের জন্য বাংলাদেশ সরকারের তৎকালীন উপসচিব ডঃ মোঃ সিরাজুল ইসলাম প্রথম উদ্যোগ নেন। তিনি কয়েকজন সতীর্থ ও সমমনা ব্যক্তিদের সহায়তায় খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করেন। খসড়া গঠনতন্ত্র প্রণয়নের পর ঢাকায় বসবাসরত ও কর্মরত গাংনীর আরও কতিপয় ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। গঠনতন্ত্র প্রনয়নে যারা সহায়তা করেন তারা হলেন- মরহুম এ্যাডভোকেট হান্নান হোসেন (আড়পাড়া), জনাব আতিয়ার রহমান (করুইগাছি), অধ্যাপক ডঃ মোঃ রফিকুল ইসলাম(বানিয়াপাড়া), জনাব মোঃ মাহবুবুর রহমান, উপ-পরিচালক, আনসার ও ভিডিপি(শানঘাট),  জনাব মাহবুব হোসেন প্রমুখ। গত ০৭-১২-২০০৭ তারিখে ধানমন্ডির শর্মা প্যালেস নামে একটি রেস্টুরেন্টে প্রথম সভা আহবান করা হয়।

প্রথম সভাতেই সকলে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনা সহকারে একটি ফাউন্ডেশন গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেন। সকলের ঐক্যমত্যের ভিত্তিতে এর নাম দেওয়া হয় গাংনী উন্নয়ন ফাউন্ডেশন। সভায় প্রায় ৩৫ জন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সময় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং তাৎক্ষণিক নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  • অনতিবিলম্বে ফাউন্ডেশন গঠনতন্ত্র রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে
  • ফাউন্ডেশনটি হবে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক
  • ফাউন্ডেশন এর কাজের ক্ষেত্র হবে শিক্ষার উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, চিকিৎসাসেবা, নৈতিক মূল্যবোধ বিকাশে উদ্যোগ গ্রহণ, মানবিকতা, আর্থ-সামাজিক উন্নয়ন ইত্যাদি

পথচলা শুরু

প্রথম সভার ধারাবাহিকতায় ২৫-০৪-২০০৮ তারিখে ঢাকাস্থ নিবন্ধন অধিদপ্তর হতে গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা, অন্যান্য শহর এবং গাংনীতে বসবাসরত মোট ৩৮ জন ট্রাস্টির সমন্বয়ে ট্রাস্টি বোর্ড এবং নির্বাহী কমিটি গঠন করা হয়। ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য একটি প্রাথমিক তহবিলও গঠন করা হয়। তহবিলে যারা চাঁদা দিয়ে সহায়তা করেন তারা হলেনঃ

  • জনাব আবদুস সালাম
  • জনাব আবদুস সামাদ
  • জনাব আতিয়ার রহমান
  • জনাব ডঃ মোঃ সিরাজুল ইসলাম
  • জনাব ডঃ রফিকুল ইসলাম
  • জনাব ইদ্রিস আলী
  • জনাব মোঃ মাহবুবুর রহমানসহ আরও অনেকে।

প্রথম উদ্যোক্তা

জনাব ডঃ মোঃ সিরাজুল ইসলাম

প্রথম উদ্যোক্তা জনাব ডঃ মোঃ সিরাজুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয় হলো, তিনি ধানখোলা ইউনিয়নের গ্রামের বাসিন্দা। তিনি মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি এবং মেহেরপুর সরকারি কলেজ এইচএসসি পাশ করার পর ঢাকার শেরেবাংলা নগর কৃষি কলেজ হতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ৮ম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারের যোগদান করেন। বিভিন্ন জেলা-উপজেলায় চাকরি করার সুবাদে তিনি এ ধরনের সামাজিক কাজে উৎসাহিত হন।

গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা

গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের গঠনতন্ত্র অনুযায়ী ভবিষ্যতে যে সমস্ত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে তুলে ধরা হলো-

শিক্ষার প্রসার ও আর্থসামাজিক উন্নয়ন

শিক্ষার প্রসার ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গাংনী উপজেলায় প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা।

পাঠাগার স্থাপন

সরকার,যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হইতে বই-পুস্তক বা বিভিন্ন ধরনের প্রকাশনা সংগ্রহপূর্বক ইন্টারনেট সুবিধা সম্বলিত পাঠাগার স্থাপন ও পরিচালনা

বৃত্তি ও সংবর্ধনা প্রদান

পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এককালীন বা মাসিক ভিত্তিতে বৃত্তির ব্যবস্থা করা এবং শিক্ষায় তাদের অনুপ্রেরণা বৃদ্ধির জন্য আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান।

শিক্ষার কার্যক্রম গ্রহণ

শিক্ষার মানের উৎকর্ষ সাধনের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসাসমূহে সাহিত্য, কলা এবং বিজ্ঞান শিক্ষার কার্যক্রম গ্রহণ।

গুণীজন সংবর্ধনা

শিক্ষা বিস্তার,সমাজসেবা, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইসলাম ধর্ম প্রচার, সাহিত্য-সংস্কৃতি,খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য গুণীজন সংবর্ধনা আয়োজন করা

সেমিনার ও আলোচনা সভা

মানবাধিকার,নারীর মর্যাদা, স্বাধীনতা ও নাগরিক দায়িত্ব, শিক্ষার বিস্তার, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়ের উপর সেমিনার আলোচনা সভা এবং প্রচ্ছদ প্রকাশের ব্যবস্থা গ্রহণ।

কম্পিউটার প্রশিক্ষণ

পাঠাগারের নিয়মিত পাঠক এবং বেকার ছেলে মেয়েদেরকে কম্পিউটারের সুবিধা প্রদান ও কর্মসংস্থানের প্রচেষ্টা গ্রহণ

সেবা মূলক কার্যক্রম

স্বাস্থ্যসেবাসহ দুস্থ ও আর আত্ম মানবতার সেবা মূলক কার্যক্রম পরিচালনা করা।

দরিদ্র ও বেকার সমস্যা সমাধান

দারিদ্র বিমোচন ও বেকার সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা।

প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রসার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভোকেশনাল, স্বাস্থ্য এবং শিক্ষা প্রসারে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করা।

প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন

প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে প্রচার ও গবেষণা কার্যক্রম গ্রহণ করা

ইসলামী ও নৈতিক শিক্ষার প্রসার

ইসলামী ও নৈতিক শিক্ষার প্রসার ঘটানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।

কৃতিত্ব ও গবেষণার জন্য বৃত্তি

উচ্চতর শিক্ষা( ইসলামী শিক্ষা বিজ্ঞান জনপ্রশাসন চিকিৎসা প্রকৌশল কৃষি সমাজ বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে) কৃতিত্ব ও গবেষণার জন্য বিশেষ বৃত্তি প্রদান করা।

মাস্টার্স/পিএইচডি পর্যায়ে বৃত্তি

মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে গাংনীর বাসিন্দা হিসেবে সরকারি/বেসরকারি কর্মকর্তাগণকে মাস্টার্স/পিএইচডি পর্যায়ে অধ্যায়নের জন্য মেধার ভিত্তিতে বৃত্তি প্রদান করা।

বিধবা ভাতা প্রদান

ফাউন্ডেশনের আইন ও নিয়ম অনুসারে বয়স্ক বিধবা ভাতা প্রদান করা।