মেধাবী ছাত্র-ছাত্রীদের যথাযথ সম্মান, মর্যাদা ও উৎসাহ প্রদানের জন্য প্রতিবছর গাংনী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্র-ছাত্রী এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত হয়েছে, সে সমস্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করা হচ্ছে। সংবর্ধনা উপলক্ষে প্রতিবছর ‘প্রত্যয়’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়ে থাকে। প্রত্যেক ছাত্র-ছাত্রীর ছবি সহ নাম ঠিকানা এবং তাদের লিখিত গল্প প্রবন্ধ ছড়া-কবিতা ইত্যাদি ছাপা হয়েছে। এছাড়া পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি সম্মাননা পত্র একটি ক্রেস্ট এবং মহামূল্যবান বই প্রদান করা হয়েছে শিক্ষার্থীদের অনেকের জীবনে প্রথম পুরস্কার প্রাপ্তি ও ম্যাগাজিনে লেখা ছাপা হওয়ায় তারা অত্যন্ত উৎসাহিত রোমাঞ্চিত হয়েছে যা তাদের জীবনের স্মৃতি হয়ে আছে গত ১২ বছরে এসএসসি থেকে ১৫০০ এইচএসসি থেকে ৮০০ জন এবং মাদ্রাসা বোর্ড থেকে ৪০০ সংবর্ধনা দেয়া হয়েছে।
গাংনী উপজেলার অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা শুধুমাত্র দারিদ্র্যের কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না। এমন অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গাংনী উন্নয়ন ফাউন্ডেশন শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছে। প্রতিবছর এসএসসি,এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গাংনী উপজেলার মেধাবী ছাত্র ছাত্রীদেরকে এইচএসসি পর্যায় এবং উচ্চ শিক্ষার জন্য এককালীন ও মাসিক ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়। বিগত বছরে গাংনীর প্রায় ২৩৫ জন ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে এদের মধ্যে অনেকে লেখাপড়া শেষ করে ইতিমধ্যে কর্মজীবনে প্রবেশ করেছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত আছেন। এই পর্যন্ত প্রায় ১০ লক্ষাধিক টাকা শিক্ষাবৃত্তি প্রদানে ব্যয় হয়েছে।