আমাদের লক্ষ্য
আমাদের উদ্দেশ্য
গাংনী উপজেলার সকল নাগরিকদের মানবিক, আর্থ-সামাজিক, শিক্ষা, চিকিৎসা, দারিদ্র বিমোচন ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার বাসনা নিয়ে ২০০৫ সালে একটি মানব কল্যাণমুখী প্রতিষ্ঠান গঠনের জন্য বাংলাদেশ সরকারের তৎকালীন উপসচিব ডঃ মোঃ সিরাজুল ইসলাম প্রথম উদ্যোগ নেন। তিনি কয়েকজন সতীর্থ ও সমমনা ব্যক্তিদের সহায়তায় খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করেন। খসড়া গঠনতন্ত্র প্রণয়নের পর ঢাকায় বসবাসরত ও কর্মরত গাংনীর আরও কতিপয় ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। গঠনতন্ত্র প্রনয়নে যারা সহায়তা করেন তারা হলেন- মরহুম এ্যাডভোকেট হান্নান হোসেন (আড়পাড়া), জনাব আতিয়ার রহমান (করুইগাছি), অধ্যাপক ডঃ মোঃ রফিকুল ইসলাম(বানিয়াপাড়া), জনাব মোঃ মাহবুবুর রহমান, উপ-পরিচালক, আনসার ও ভিডিপি(শানঘাট), জনাব মাহবুব হোসেন প্রমুখ। গত ০৭-১২-২০০৭ তারিখে ধানমন্ডির শর্মা প্যালেস নামে একটি রেস্টুরেন্টে প্রথম সভা আহবান করা হয়।
প্রথম সভাতেই সকলে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনা সহকারে একটি ফাউন্ডেশন গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেন। সকলের ঐক্যমত্যের ভিত্তিতে এর নাম দেওয়া হয় গাংনী উন্নয়ন ফাউন্ডেশন। সভায় প্রায় ৩৫ জন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সময় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং তাৎক্ষণিক নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রথম সভার ধারাবাহিকতায় ২৫-০৪-২০০৮ তারিখে ঢাকাস্থ নিবন্ধন অধিদপ্তর হতে গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা, অন্যান্য শহর এবং গাংনীতে বসবাসরত মোট ৩৮ জন ট্রাস্টির সমন্বয়ে ট্রাস্টি বোর্ড এবং নির্বাহী কমিটি গঠন করা হয়। ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য একটি প্রাথমিক তহবিলও গঠন করা হয়। তহবিলে যারা চাঁদা দিয়ে সহায়তা করেন তারা হলেনঃ
জনাব ডঃ মোঃ সিরাজুল ইসলাম
প্রথম উদ্যোক্তা জনাব ডঃ মোঃ সিরাজুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয় হলো, তিনি ধানখোলা ইউনিয়নের গ্রামের বাসিন্দা। তিনি মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি এবং মেহেরপুর সরকারি কলেজ এইচএসসি পাশ করার পর ঢাকার শেরেবাংলা নগর কৃষি কলেজ হতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ৮ম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারের যোগদান করেন। বিভিন্ন জেলা-উপজেলায় চাকরি করার সুবাদে তিনি এ ধরনের সামাজিক কাজে উৎসাহিত হন।
*২০২১ সাল পর্যন্ত
উদার মানব কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করা।
গাংনী একটি বেসরকারি অরাজনৈতিক, অলাভজনক এবং উদার মানব কল্যাণ মুখে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রধান উদ্দেশ্য হচ্ছে নাগরিক দায়বদ্ধতা হতে গাংনীর সাধারন জনগনের শিক্ষা, দারিদ্র বিমোচন এবং আর্থ-সামাজিক অগ্রগতির এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করা।
Sign up for our monthly newsletter to get the latest news, volunteer opportunities.
Charity law within the UK varies among England and Wales, Scotland and Northern Ireland, but the fundamental principles.
The legal definition of a charitable organization (and of charity) varies between countries and in some instances regions of the country. The regulation, the tax treatment.
The legal definition of a charitable organization (and of charity) varies between countries and in some instances regions of the country. The regulation, the tax treatment.
The legal definition of a charitable organization (and of charity) varies between countries and in some instances regions of the country. The regulation, the tax treatment.
The legal definition of a charitable organization (and of charity) varies between countries and in some instances regions of the country. The regulation, the tax treatment.
The legal definition of a charitable organization (and of charity) varies between countries and in some instances regions of the country. The regulation, the tax treatment.