গাংনী উন্নয়ন ফাউন্ডেশন এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অন্যতম হচ্ছে আর্থ-সামাজিক উন্নয়ন। গাংনীর দরিদ্র জনগোষ্ঠির আত্ন-কর্মসংস্থানের মাধ্যমে তাদের অর্থনৈতিক স্বাবলম্বী ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য চেষ্টা করবে। এ লক্ষে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মসুচি বাস্তবায়ন করা হবে। যেমন- সেলাই প্রশিক্ষণ, মৎস্য চাষ ও গবাদি পশু পালন প্রশিক্ষণ, শাক-সব্জি চাষ প্রশিক্ষণ ইত্যাদি। সম্মানিত দাতা সদস্যদের দান ও সহায়তায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।