ইসলামী জ্ঞানের প্রসার ও ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যেমন- বিভিন্ন ধর্মীয় দিবস পালন, শিক্ষা সেমিনার, সামাজিক ব্যাধি ও মূল্যবোধ অবক্ষয়ের বিরুদ্ধে বিষয় ভিত্তিক সেমিনার, সিম্পোজিয়াম, র্যালী, সচেতনতামূলক পুস্তক/লিফলেট প্রকাশ ইত্যাদির আয়োজন করা হবে।